সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বেলকুচিতে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ 

সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও পাবনার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা দুর্নীতি কমিশন প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলার শেরনগর এলাকায় দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম,এ বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বেলকুচি ইউএনও আফিয়া সুলতানা কেয়া, পাবনা জেলার উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান প্রমুখ।

টিএইচ